অবলা পথের গতিতে
উন্মত্ত সমবেত আক্রোশ
অসহায় বাঁচার চেষ্টা  
থমকে দাঁড়ায়


বুকে অসহিষ্ণু শিহরণ
মনুষ্যত্ব টোকা দেয়


শরতের শেষ লগ্নে
আবদারের পাতা খসে পড়ে
হাওয়াদের উড়ু উড়ু নিবেদন
ভগ্ন রক্ষার ছায়া
  
সামাজিক অন্তর্ঘাত
খোঁজ করে পুরনো সেই  
দৃশ্য জাগরণ

ভয়ের আগল খুলে দেয়
বোবা দরজা
‘মাস্টার মশাই, আপনি কিন্তু কিছু দেখেন নি।’