দু কথা হেসে বললে
বাক্যের মুহূর্ত সরল হয়ে যায়।


নাকের ডগায় মাছি তাড়িয়ে
আবর্জনার শাকপাতায়  
বিকেলের রোদ পালানো ছেলের দল
ধুঁকছে।


তুমি ভাবলেই চারু বিন্যাস
সহজেই খুলে যায় স্মৃতির ভান্ডার
গলি রাস্তা খুঁজছে দু-এক ছটাক জমি
সেই দামে কোটির পাহাড়
দু মুঠো অন্নের স্থিতু সংস্থান।

ভুজুং ভাজুং কবিতার অঙ্ক
এ রকম দু একটা পৃষ্ঠা কিনে
নেমে পড়বে আন্দোলনে।


মোটা বস্তির মালব্য মোগল
ভাল করেই জানে
ঘাসের কখনো ছুটি হয় না,
মোম গললেই মুখ দর্শন বন্ধ হয় না।


সফল হাঁটুর ব্যথা
ভেতর প্রদেশে কাঁদে
ভেবে দেখো
ওরা আনতেও পারে নব প্রভাত।
               ----