(১)
বোধ
-------
অনেকের মত আমিও
বললেই শোনেনা চিত্রপট,
নিজস্ব অঙ্কুর
নিজেকে পাঠপড়ায়।
     (২)
প্র-মুখ
-------
প্রচার সবসময় হাঁ-মুখ,
নিজের দিকে টানতে
ক্রমাগত বদলায়
নিজের মুখ।
    (৩)
রবে না গোপনে
--------------
গোপন প্রকাশ্যের বিপ্রতীপ,
অন্ধকারের অঙ্কুর
আলোতে মহীরূহ
আজ অথবা কাল।