বাহ্যিক ধরে রাখা
খুব একটা কষ্টের নয়,
ওই যাকে বলে অভিনয়।

অভ্যন্তরের তোড়পাড়
বুদবুদের মতন একে একে
উঠছে নামছে
কানামাছি খেলায় হাতড়ানো চকমকি;
এ সবই আপ্রাণ চেষ্টায়
আড়ালে রাখে আলোছায়া।


অনেকেই এই অস্ত্র প্রয়োগে
আস্ত একটা জলস্তম্ভ,
টলমল পায়ে হাঁটি হাঁটি পা পা।


শুধু অভিনেতার জন্য
ভাল মন্দ ভাবতে কিছুটা সময় লাগে।
বাদবাকি সবাই আন্তরিক।