কষ্ট সাজিয়ে রাখিলে
জানলা তার নিজস্ব কথা বলবে না,
হাওয়ার আনাগোনা
মোড় ঘুরিয়ে বিভ্রান্ত হয়ে পড়বে,


ছাইরঙা ধুলোও
তার রঙ বদলে নেবে,
ঘর তখন ঘরও নয়
বাহিরও নয়।


মাঝে মাঝে ফুল বিলাসে
বাইরের আকাশ দেখা
ঘরে ঢুকে পড়বে,
সুখের লেপন
বারান্দায় খুশির আলাপন।