চলে যেতে হলে
সেই তো যাব
জলে জঙ্গলে আকাশে ভূঁয়ে
কিংবা মানুষের ভিড়ে;
তার চেয়ে দুদণ্ড
সময়ের বৈঠকখানায়
তোমাকেই চিনে নেব।
কাঁটার আঘাতে ফুল সহ্য হয়
খাঁটি আগুন সোনার দর হাঁকে
রোদের সোনালি গোধূলি আনে;
কোথায় কোথায় তোমার মুখচ্ছবি
আমি হয়ে বসে থেকে
সময় কাটতে হৃদয়ের চরকা ঘোরায়।
কে বা কারা যাচ্ছে জানিনা,
আমি কিন্তু যুগ যুগ
কখনও চলে যেতে চাই না।
      -০-০-০-০-