বাসন কোসন খেলনা বাটি
পুঁটলি বাঁধা ছেঁড়া ক্যাঁথা
উনুনে পোড়া তিন থান ইট
সাত আটটি পেটের সাথে
খুঁজছে আবার অন্য জমি অন্য আস্তানা।  


এখানে আজ বছরের নতুন সেলিব্রেশন
খোলা আকাশ ঢাকবে প্যাণ্ডেলে,
লাথি মেরে ভাতের হাঁড়ি
ক'জনাতে বুঝিয়েছিল তাই।


মানুষের অত কিসের স্ফুর্তি
ওরা কেউ জানে না,
কি বার আজ কত তারিখ
সময় কত ঘড়ির কাঁটা
কোথায় রাখা ক্যালেণ্ডার আর ডাইরির পাতা
কে যে বাড়ায় কার দিকে
মিষ্টি আর মিষ্টি মুখ
ওরা কেউ জানে না।


কুড়িয়ে খাওয়া বাড়িয়ে খাওয়া
খাওয়ার খোঁজে সূর্য ওঠা সুর্য ডোবা
নতুন দেখা নতুন চেনা রোজ নতুন বড় হওয়া
ওরা অতশত কিছু জানে না।


মাঠের ধারে রাস্তার পাশে ঝোপের লাগোয়া
আজ হবে ওদের আবার নতুন আস্তানা।
তিনটে ইটে আবার ফুটছে ভাতের হাঁড়ি
ভাতের গন্ধে ওদেরও আজ
নতুন সেলিব্রেশন।