ভুল তো ছিলই
না হলে ভাঙল কেন?


উত্তর সবসময় আঙুল তোলে
বেড়া ডিঙিয়ে রহস্যের ঘাস খায়
জড় হওয়া ভাঙা
আরও ভাঙতেই থাকে।


এত ভাঙা আর ভুলে
কিছুতেই ভুল ভাঙছে না,
তাই ভাঙা টেনে টেনে
যুগের আবর্ত ভগ্নপ্রায়।