কংক্রিটে বাঁধানো দুই পাড়
অথচ বেঁধে রাখতে পারল না
উদ্দাম উচ্ছ্বাস সাবলীল ধারা ,
সমতলের গায়ে জমানো পাহাড়
গিলে খাচ্ছে পলির অনুভূতি
কাঠফাটা রোদ চিৎকারে শস্যের সর্বংসহা
খিদে পেটেই ধুঁকে মরছে ,
নষ্ট বুননে উৎপাদনের কলকব্জা
কারখানার গেটে মৃতপ্রায় কর্মহত
বসবাসের সাদাকালোর ছবিও বিবর্ণ
যা কিছু লোকদেখানো
উপমা উচ্ছল প্রাণচঞ্চল
সবটাই আধুনিক মোড়কে ঢাকা
পচা ফুল পাতার নির্যাসে আর্তনাদমাত্র ।
দরজা খুলে আসছে আসবে
আছড়ে পড়া ঢেউয়ের পরে ঢেউ
আটকানো যাবে না দেওয়ালের কথামালা
অত্যাচারের দাবানো ঝনঝনানি ।
জেগে আছে জেগে উঠছে স্রোত
দীপ্ত দীপন স্রোত ।