দু'মুঠোর জন্য
লক্ষ ফোঁটা ঘাম ঝরে পড়ছে,
তবুও হৃদয়ের অরণ্যে
সবুজ ধ্বংস,
তুমি তুমি করেও
চরিতার্থ তার জায়গা বদল করে নি।


বিলাসিতা কাঙ্ক্ষিত
জমা খাতায় অঙ্ক ধরছে না,
তবু্ও মাটি কুপায় মন
বিশ্রাম খোঁজে নি সারাটাদিন,


যাকে পেয়েছে তাকেই ভেবেছে অধিকার
একচুলও নিজস্ব ছাড়ে নি।


দু'মুঠো তাই খালি খালি
পেট কারও ভরে নি।