যে সব বিকেলে
আবির মাখানো ধুলো ওড়ে
বাসায় ফিরতে পাখিরা দল বাঁধে
সন্ধ্যের গান অন্য পৃথিবী শোনায়
বয়ে চলাটুকু জেগে থাকে
অনন্তের বাহানায়;
তখন বোধ জিজ্ঞাসায়
আমাদের সিঁড়ি ভাঙা শব্দ  
এক একটা অধিকার
এক একটা যুগ।
সক্রিয় মূল্যায়নে যেটুকু হিসেব
তাতেই সে বাঁচে
খুব বাঁচে।