সকলের নিজের ভেতরে
আস্ত একটা উঠে দাঁড়ানো আছে
ইচ্ছে গাছের গুঁড়ি আছে
মুক্ত হাওয়ার আকাশ আছে,
তবুও তারা খড়কুটো
ধুলোর মত সে সব ঝেড়ে ফেলা
রাতের আঁধার সয়ে
বড় হতে থাকে
বেঁচে থাকে।


এভাবেই একদিন অনেকদিন
সূর্য ওঠা তাদের দেখে
আর ধানকাটা মরা ক্ষেতে মরে যায়,
তবুও তারা থাকে
থাকতে চায়।