বকমবকম সংহার উত্তাপে
এখানে মন নেই মনের শরীরে
দগ্ধ সত্ত্বায় ছারখার জীবন
প্রেম ভিড়ে গেছে হারানো চলাচলে।


চল যাব তোকে নিয়ে।


অনেক হয়েছে অধিকার
রোদের দোলায় ক্লান্ত গল্প
গোলাপের আলাপ ইতিবৃত্তে
সরল কোন দূর দিশায়
চল যাব তোকে নিয়ে।


সবাই শোনায় দুমুঠো
পেট ভরে যায় আহ্লাদী ধারণায়
জ্বলতে জ্বলতে আমি সর্বংসহা
আঁধারে বুকে তুমি আমি উজ্জ্বল
লিখে যাই কত কি শুভনাম


চল যাব তোকে নিয়ে
নদীর ওপারে আরও কোন দূরে
আরও দূরে।