প্রত্যেক শরীরের নিরন্ন উপবনে
আলোছায়ার ব্যপ্ত সবুজ
যন্ত্রণার নালিঘাস ছড়িয়ে দেয়,
ফুল ফোটা পলাশ দিগন্তে
আলমোড়া গোধূলি তবুও বসন্ত ডাকে।
-------------------------
ঠিকানার ভুল চর্চা শরীরে
বন চাড়ালের নাই পথ  
আধেককালীন ঘনায়মান হয়ে যায়,
আর হৃদয়ের অগ্রথিত বসবাস
মাটির বুকে এক একটি বৃক্ষ।
----------------------
তারপর দিন লুকানো গোধূলি
ইট পাথরের জংলা রাজত্বে
পাতা খসানো আকাশ-তৃষ্ণা হয়ে যায়,
তবুও বিদগ্ধ রাতের কড়ানাড়া সময়ে
ধ্রুবতারা জাগরণ ভালোবাসা আঁকে।