ছবিটা ছিল বোকামির
হাততালি কুড়িয়ে
একেবারে সামনের সারিতে,


গবেষণার পৃষ্ঠায়
হাতুড়ির ঠং ঠং শব্দ
পাঠ মুখস্তে দ্বিচারিতা
মূল্যায়ন খুঁজছে আধুনিক।


এভাবে নৌকো পাড়ি দেয় অজানায়
মুখ বিকৃতি থেকে যায় আজীবন
ঘড়া ভর্তি জলে
সমুদ্রের গভীরতা।