ঝরা পাতাও সংঘবদ্ধ হতে জানে
উড়তে উড়তে ঘরের কোণে বাসা বাঁধে
আরও বাতিল সংগ্রহে
জীর্ণ অবসন্ন
আস্তাকুড় অবহেলা সঞ্চয় করে।


আঙুল তোলা কোন এক দূরত্বে
টালবাহানায় ব্যস্ত থাকে।


তারপর সান্নিধ্যের মত
পাশে বসা পাথেয় করে
আরও বিকৃত তুমি হয়ে যায়


অবশেষে
মৃত মুনিয়ার মত
তোমাকেও ঝেড়ে ফেলে।