যন্ত্রণাকে কথামুখ করে
আস্তে আস্তে নিথর হচ্ছিল দেহ
পাথরের গায়ে হাতুড়ীর মত
আঁকতে থাকা নানান চিত্র
ভেতর থেকে ভেতরে
ভেঙে খান খান।


পাশের সমস্ত জান্তব
যেন উল্লাসের প্রতিমূর্তি
হাত লাগিয়েছিল মানুষ মারা অভ্যাসে।


এভাবেই শেষ সংক্রান্তির
প্রদীপ জ্বলা দিন অবসানে
ওরা অনেকেই খুব কষ্টে
বাঁচিয়ে রাখে আমাদের তারপর।