গভীরেই অন্ধকার
আলোর ধ্রুবক রাশি পৌঁছে দিতে
আমিই এককে প্রতিফলিত।

সমষ্টি ভাগাভাগি হয়ে
আরও দূরে জীবন মূল্যবান,
বাঁচার শাস্ত্র তো প্রহরা নয়
মঙ্গলের শূন্যতায় গ্রহের ফেরও নয়।


তুমিটুকু বাছতে বাছতে
পৃষ্ঠা বদলে ফেলা মোহ
জড় করে অনেক সংগ্রামী
হাতে হাত পেয়েই ভাবে
এ সংস্কার সবই আমার গুণমুগ্ধ।


এভাবেই গভীর চর্চায়
অগভীরের হাজারও বিলাসযাত্রা।