যে যার আয়নায় দেখা
আপ্রাণ চেষ্টায় ঘুরিয়ে দেয়
অন্যের দর্শন


অলিন্দের ঘুর্ণন
হয়তো কিছু মানে না
কিছু মুখ ফিরিয়ে থাকে
আর বাদবাকী কিছু কম যায় না


আয়না নিজের দিকে
নিজের দেখা টানতে থাকে।


এভাবে আত্মপ্রতিষ্ঠায়
ছাপ ফেলে যায় দিন বৈচিত্র্য,
বোধ বাক্স বা না-জানা শলাপরামর্শে
ভুক্তভোগী একটুও বুঝতে পারে না
রোজ ভাঙাগড়া চলে
এ অবাক পৃথিবীতে।