বিন্দুতে আটকে রেখে
মনের জাহাজ কল্পনা
কত কি অদর্শনের মুখোমুখি দাঁড়ায়,
আকাশ পরিক্রমার শেষে
সেই তো ঘন কাদায়
জড়িয়ে নিলে বিরক্তির
অসম প্রলাপ।
এত্ত বড় পৃথিবী
লেপন বঞ্চিতের অঙ্গীকারে
সাজিয়ে নিচ্ছে আপন অধিকার বিন্দু;
যেটুকু পায় বা পায় নি
সমস্তটাই অকাল বচনের মানচিত্র।