যন্তরে কিছু মন্তর তো থাকে
তাতেই কিছু ধোঁয়াশা ঢাকে
পথের ধারে তার অবহেলায়
সে নিজের কান্না নিজে লুকায়,
তার সাদরে গ্রহণে গ্রহণ থাকে
আর কিছু ফাঁকি লুকিয়ে রাখে
পুরোটাই গোলক ধাঁধাঁ সুখ
তুমি আমি যন্তরে দেখি মুখ।