ছোট্ট একটা আয়না
তাও ভেঙে খান খান
প্যাঁচ কষছে মুখোশে
মুখ ভেবে হয়রান,
আহা, বেশ বেশ বেশ!


আস্ত একটা চলাফেরা
কেন থমকে থমকে
আরও চাই থলি ভর্তি
লোভে চমকে চমকে।
আহা, বেশ বেশ বেশ!


গল্পের শেষে জিজ্ঞাসা
ভাবনায় সীমাবদ্ধ
পুকুর ডুবে জল আনছে
ঘেরাটোপে আবদ্ধ
আহা, বেশ বেশ বেশ।