মুক্ত
-----
ডাকছে দেখো দূরের আকাশ
ডাকছে সবুজ মাঠ
তেপান্তরের পথভোলা পথ
শেখায় পথিকপাঠ।


স্মৃতি
-------
মনের মাঝে আজো রঙিন
ছেলেবেলার দিন
খুশির ছন্দে সেই রাঙানো
আমি যে সিক্সটিন।


কিছু কিছু
------
দাগের ভেতরে
কিছু নীরব ফাগ থাকে,
ডাক দাও
রং উড়বেই উড়বে।
------


মনের মোহন
------------
শরীর জুড়ে মেঘমল্লার
রোজ ব্রতী স্নান করায়,
প্রত্যয়ের রাগ প্রলম্বিত।


লুকোচুরি‬
--------
নিজের সাথে যে যত বেশি
লুকোচুরি খেলে
সে তত বেশি মেঘ জমায়
তত কম বৃষ্টি ঝরায়।


প্রেমের পথে
-------------
লুকোচুরি দৃষ্টি,
কথা লগ্নহীন,
পা বেসামাল;
পথিক ব্রতীন প্রেম ইচ্ছাধীন।


ক্ষমতাসীন
-----------
দখল তার যে এলাকায় হোক
বাঘের নখে
রক্ত লেগেই থাকে।