অনেক হয়েছে বাপু এবার থাম তো
রাজার অসুখ আমি ফালতু ভাবছো
নিজের খেয়াল খুশি ব্যবহার যতো
বিড়ম্বনায় এ বিশ্ব শুধুই ভাঙছো।
দেখছি দেখছি করে কে বা কম যায়
সবাই বাঁচার অস্ত্রে লড়াই দাম্ভিক
প্রাণ দেয় সাধারণ মাটির শয্যায়
ঠাণ্ডা ঘরের বৈঠক না শোনে বল্মীক।


কি পেলাম কি পেলাম ভাবছে প্রত্যেকে
কি দিলাম কি দিলাম ভাবে কয় জনা
চক্রের জীবন বিদ্যা থাকছে সতর্কে
কি জানি কি হয় বাপু, সাজা আনমনা।
তাই বলি তুমি আমি মাভৈঃ একসাথে
আমরা বিশ্ব প্রণত ধরি হাতে হাতে।