এবার আমি উঠব অনেক বসেছি
বাইরে ঘন মেঘের বাদল দেখেছি
রোদের সঙ্কটে মুখ বিষয় চিনেছি
ফুলের বসন্ত রূপ মলয় বয়েছি
এবার বসব আমি অনেক উঠেছি।


এবার উৎসব আমি একত্র মিশেছি
জোয়ার জন ব্যপ্তির আনন্দ ধরেছি
ইচ্ছের সব চাওয়া সরণ মেনেছি
নিজস্ব ভাব সত্ত্বায় তোমাকে চেয়েছি
এবার আমি দাঁড়াব অনেক নেমেছি।


এবার আমি মালায় সুন্দর গেঁথেছি