অনুভূতিগুলো সবসময়
ভেতর দরজায় টান মারে,
নিজের অজান্তে
প্রকাশ্য প্রতিটি জানালা।

চরম নিরীক্ষণে
ইজ্জতের খোলামকুচি
আমারই হাতে এক্কা দোক্কা।


প্যাশানের মত বিরোধ
শুনেছি পাল্টে গিয়ে একই সূত্র,
ভোগবাদ আগুনে পোড়ে না
দাউ দাউ করে জ্বলে
পতঙ্গ নির্ভীক
মরার ফাঁদ আমার বাঁচার নির্মোহ রাস্তা।


বড় আমাকে হতেই হয়
আমি বাড় বাড়ছি তাই।