ক্ষোভের দানা কেউ খুঁটে নি
খাচ্ছে উপুড় দইয়ের হাঁড়ি,
পাহারা ঘিরেছে বেষ্টনীতে
বাদবাকী সব শেষের দাঁড়ি।


দিলেই আবার আরোও চাই
রক্ত যেন স্রোতের আত্মকথা
ঝরিয়ে সে আরও লকলকে
দানব হয়ে নিজ ক্ষমতা যথা।


ঝোপ বুঝে কোপ মারতে
অনধিকার লড়াই রঙে রাঙা
জব্দ করার ফন্দি এঁটে বসা
টেবিল শুধু রাখছে একটু ভাঙা।


ঠকিয়ে চলন মুখিয়ে বলন
মূলের বিঘ্নে নানান বিড়ম্বনা
ওরে বাপু, থাম থাম থেমে যা
আকাশে আজ চাঁদের অর্চনা।