আমি ভেঙে খান খান
আমাকে আর মেরো না টান
যা গড়েছি তাসের ঘর
সবটাই অনাদর চক্ষুশূলমান।
প্রলেপ দিতে শিখি নি
অধিকার বোঝার সূত্র লঙ্ঘন
আজ তাই ভেতর কান্না
বৃথা গরিমার ধ্বংস অবনমন।
চূর্ণ বিচূর্ণ কাঠিন্য
জ্বলতে জ্বলতে ছাই অবশেষ
আমাকে ছেড়ে দাও
আমি পরাজয় নষ্ট নির্বিশেষ।