বদলাতে বদলাতে
অনেকটাই বদলে গেছে ইতিহাসের পাতা।
যে পাতার আঁতুড় ঘরে শুকনো মাটি
বিক্রম জবানবন্দী
অসহনীয় মুহূর্ত অপলাপ
আজ সেখানেই
নদীর চর, বিকেলের রোদ, শালুক ফুল
বেড়াচাঁপা ভূগোল, ডাঙগুলি,
এক পা এক পা দু একটি পালক
লিখে রেখেছে অনাদর কাললিপি।


কত রকমের বড় হওয়া
পাশ ফিরে সংস্কৃতি ধরে রাখা
এক একটা গুচ্ছ সম্মাননা,
পরশ্রী আমাদেরই জাগরণ
চিনতে পারা তথ্যবলী রহস্য।