অভিমুখে দাঁড়িয়েছিল
এই আসছে ওই আসছে
চিৎকার রাস্তা জুড়ে,


হাতি এল, ঘোড়া এল, এল বরকন্দাজ
প্রত্যেকের ভাগ্যে জুটল
ছেঁড়া শিকে।


পাল্টে যাওয়া সেই সপ্তডিঙায়
দাঁড়কাক বাহনে
কেউ চায় না দিগন্তের বিভাজন।


তৃপ্তি আমাকে ঢেকুর তোলে
আর তোমাকে ছড়ানো ছিটানো,


ফলে যা সম্ভব তাই আমি সত্যি।