মুখ ফিরিয়ে মুখের দৃশ্য
আজকাল আমি অভ্যস্ত
তাতিয়ে ওঠে ভেতরের
হয় ভাঙা নয় গড়নের,


জেগে ওঠা বঞ্চনা ইতি
জমা জলে নষ্ট আহুতি
মোড়ের মাথায় প্রেমাণু
আমরা কি শুধুই যন্ত্রাণু?


জায়গা বদল ঘরকুনো
সর্বনাশের গন্ধেও ধুনো
জ্বালিয়ে করে ছারখার
দোষ ঢাকছে চারধার।।