বর্ষার অনিন্দ্য রিমঝিম ঝরছে
ফোঁটা সুখ গায়ে মাখা ভাসছে
মেঘ মেঘ ঘোরাফেরা রাতদিন
জমা জল ঝুপঝাপ লাফ দিন
সবুজের মাতোয়ারা গায় গাছ
ব্যাঙের ঘ্যাঙঘ্যাঙ মাছের নাচ
জানলার কথাসব ইলশেগুঁড়ি
উঁকিঝুঁকি চোখে দেয় সুড়সুড়ি
তবুও প্রেম শ্রাবণের অঝোরে
তুমি আমি ভিজব প্রাণ ভরে।