কি করে আর বলি ভাল আছি ভাল থেকো
প্রেম সঞ্চয়ে বলব কাকে একটু ভাল রেখো
প্রতি পদক্ষেপে দেখছি খাদের সমারোহ
এখুনি হয়তো ধ্বংসলীলা ঘটছে অহরহ
মাটি কামড়ে থাকতে বিষগাছও চায় শ্বাস
বারুদকে কোনমতে করা যায় না বিশ্বাস
শুধুই ছিঁড়ে ফেলছে রঙ-গোলাপের পাপড়ি
রক্তের স্রোত ঢাকছে কষ্ট-হৃদয়ের পাগড়ি
উচ্চারণের ছন্দ বলাকা কাব্যহারা বন্ধুকে
ত্রাহি ত্রাহি বাঁচার লড়াই সন্ত্রাসের সিন্ধুকে