কোথাও না কোথাও বাঁশি বাজে
সবাই যে কৃষ্ণ তা তো নয়
সখিরা সব চলেছে তাই বিজনে
বাঁচা মরার সুর শুনতে বলয় সংকীর্তনে।


ভেতরে এক ধরনের জপমালা
নাতিদীর্ঘ সূত্রের গল্পে বিভোর থাকে
সুখের প্রচীরে কেউ মাথা ঠুকে
কেউ বা শান্তির নামগান শুনতে পায়।


পথের ভুল ঘরের উঠোন থেকে শুরু
ভাঙা সৌন্দর্যের কুল কিনারায়
নানান ধুলো পোকামাকড় উৎপাত
তাড়াতে চেয়ে যারা সুর তুলছে
তারা শাসন করছে পৃথিবী বিন্যাস।


ছন্দ কেটে যাচ্ছে
যে যার প্রেক্ষাপটে,
সুর শুনেছি আমিও
তোমাকে ডাকছি তাই
আপন হৃদয়ে।