মুখ আঁকতে অনেকেই
সাংসারিক


ঠেকা দিয়ে দাঁড় করানো বাড়িটায়
ভেতর বুকের সদর দরজা
হাট করে খোলাই থাকে
ঢুকতে বেরোতে বাধা নেই
বাধ্যবাধতাও নেই।


সারি দেওয়া সকল চিত্রকলায়
মাটি কামড়ে পড়ে থাকার বিবরণ থাকে,


সবাই নিশ্চিন্তে ফেরে
ছাদের নীচে দাঁড়ায়
মুখ হয়ে
পাশের গল্প হতে চায়।