একঝাঁপি রোদ মেলে স্থির আকাশ
ম্রিয়মাণ অতি দূর করছে সহবাস
জগদ্দলে মিটে যায় তার রোমশ খিদে
উপলব্ধির সেতু তবু স্বতন্ত্র সিধে।


বাড়ানো হাতে রন্ধ্র বিকেল অনাদায়ী
পাড়ায় পাড়ায় মুখোশ ঢাকা অভিপ্রায়ী
কিছু খড়কুটো জমা করে স্বভাব পাখি
আবার খুলতে হবে চর্চার রোদেলা ঝাঁপি।