সংকট কখনই জল শান্তি চায় না
পাহাড় তার কোন সমতল পায় না
অস্তিত্বের সারাংশ সুপ্ত থাকে না
অবস্থান তাই আমি হতে পারে না।


পাশ নদীতে ঢেউ থই থই গ্রামটি
চাষ মাটিতে তার কি যেন নামটি
তালের সারি বাঁশের ঝোপে চুপ
খালের ধারে বকের শিকার, ঝুপ।


পরের রাস্তা দূরের শহর পেরিয়ে
একে একে ধানের গোলা মাড়িয়ে
গল্পটা ঠিক মাঠ-পুকুরের মহল্লায়
ভুলে যাওয়া মাপছে দাঁড়িপাল্লায়।


নাই হিসেবে গোলোযোগ থাকবে
আমরা তাই আমাদের মত বাঁচবে।