মেনে নিয়েছি অধিকারের মানুষ বোধ
সবাই তো আর জনহরণের বিতণ্ডা নয়
মুখ আঁকা সন্ধ্যা তিথি জীবনে
তোমার পাড়ায় কেউ না কেউ আসে।


সমর্থনের নিউক্লিয়াস
ভুল দিগন্তে নাই নাই রব তোলে
বেঁচে বর্তে বড় হওয়ার লোভ
আকাশ খুঁড়ে মাটির গর্তে কুঁকুড়ে থাকে,
টেনে তোলা অযাচিত
আজও অহঙ্কারী মাত্রাবদল।


হে সর্বংসহা বড় হও
বিস্তৃত মহুলে কিছু সম্মোহন ছড়িয়ে দাও
আর গন্ধটা মানুষের ঘাম হয়ে ঝরে পড়ুক।