শহরের বুকে রোজ
একলা একক মিছিল করে,
রোদ ছেঁকে বিশ্রামের দোটানায়
তারা ক্রমান্বয়ে সহ্যশীল।
মাধুর্য্যের বিগত পদক্ষেপ
অন্ধকারের গভীর গুহাচিত্রে
তবুও সুনীলের ঢেউ রেণু ছড়ানো।
সুখবোধের আকিঞ্চন করপুটে
অজানা অমীমাংসিত ঘুমিয়ে থাকে
মাঝ বরাবর তুমি চিত্রকথায়,
প্রলেপ সত্যিতে দীর্ঘায়িত
প্রেম পৃথিবীর সম্পর্ক বার্তায়।
আমি ভৌগোলিক তুমি বিন্দুতে
আজও যুগান্ত দণ্ডায়মান।