আকাশ আমি মুখ দেখিনি
              বই আর বই
পড়ার আমি এত পড়ে
            আমি একা কই
অক্ষরের ছাদ দেখেছি
            সমতলে পাহাড়
কাঠামোতে সূচীচিদ্র
          বোধ বিভাগ অসাড়
শেখাতে চাওয়া দৃষ্টি
            মাথায় রেখেছি
পায়ে মাটি রাঙা রঙে
         বাঁধন পাখি হয়েছি
বড় হওয়া বেশ বুঝেছি
         লোভ বিন্দু আঁকা
ধেয়ে আসা দেখে দেখায়
            স্বপ্ন আঁকাবাঁকা।