দেওয়াল জুড়ে সূচীছিদ্র
এপারে দাঁড়ানো বোকামো
ওপারে যত নষ্ট ভণ্ড খেলা
সমস্ত পণ সামগ্রী সংকলন


এপারে উত্থানে অদম্য প্রতীক্ষা
ওপারে মুখ দেখানো রহস্য একা
ফলের গুড় দেওয়ালে চরছে
কিছুটি কেউ না জানা মনে রাখে


এক একদিন ডিঙানো সাঁতারে
ঝড় ওঠে ঢেউয়ে টালমাটাল
চারাগাছের স্তুপ স্বভাব উচ্চারণ
সবার তরফে সেই একই স্নেহ আচ্ছাদন


এরপর বড় হওয়া দিগন্ত উল্টো
জেনারেশনের একক জনু জন্মান্তর।