কষ্টের দিনে নদীর কলরোল
পলিপড়া ভেতর রাস্তায়
পা পা এগিয়ে
দুধারের পাড় বরাবর
ঘন ছায়া বনানী
ও কিছু উৎসুখ।


তখন আমাদের অরন্ধন
চামড়ার নীচে রক্তের কালো দাগ
জুলুমের ভোগ বৃত্তি
আর মনে থাকে না।


কে কতটুকু জানত
সিন্দুরে মেঘ তিরিক্ষি মেজাজে থাকে
ধার ধারি না ও সব জান্তব,


সুখ পৃথিবী আমিও আঁকতে পারি।