পাশের বাড়ি না থাকলে
হাত বাড়ানো মুশকিল
ফোন করে যাওয়া আসা
মনের দূরত্বে ইতস্তত
মূল একত্র ভুল পথেই গন্তব্য।


ইচ্ছের গল্পগুলো কুণ্ডলী পাকানো
শালুক ফুলে গোলাপ পদ্ম
মুখ আঁচলের ছেঁড়া বই


জানলা বন্ধ কি খোলা জানি না
দরজার যাতায়াত খেয়াল করি নি
মুখের একক শত দ্বিধায়
সিঁড়ি দিয়ে নেমে যাওয়া
আমি উঠতে কে আর মনে রাখে


মিলিত মাঠ চলাচল
দেখেছে উচ্ছল বয়স খেলা
মেনে নিতে যেন কাঁপছে হৃদয়
দুপক্ষই


আমাদের যেন
দেশ ভাগ পুরোন খেলা