দুপুরের ভেতরে একটা ঠাণ্ডাভাব
আঙুল ছুঁয়ে লোভ অনুভব করি
দেখি পাড়ায় পাড়ায় হারিকিরি চলে


জানলার উঁকিঝুঁকিতে স্পষ্ট মেরুদণ্ড
আকণ্ঠ তৃষ্ণা মেটায় কিছু অস্ফুট
বেড়া ডিঙিয়ে বড় হওয়া বড় হয়
রৌদ্রের তাপ মেপে
অলি গলিতে ছায়া ঘোরে ফেরে
ঝিমুনি মাখা কড়া পাহারা
সিঁধ কেটে ঘোগের বাসা তৈরি করে


রাস্তার মোড়ে কর্মক্লান্ত
অনেকগুলো গাছ জড় করে
একটা ছায়া লম্বা টানে।