বরঞ্চ একগলা জলেই
মুখ লুকানো থাক
সেই তো হাঁটু জলের অনুভূতিতে
বারমাস


বৃষ্টির নরম চাদর
ঘর ভর্তি টুপটুপ সারাদিন
মুখ চাওয়া চাওয়ি
খাবারের লোভ সংক্রান্ত আলোচনা


দেখতে দেখতে প্রতিদিন
বিকেল গড়িয়ে আসে
আমরা সবাই তুমি তুমি ভাবি
ভাবের ঘরে কিছুতেই
গোলাপ কৃষ্ণচূড়া কদম বাসা বাঁধে না


গলা পর্যন্ত ওরা জল ডোবায়
আমরা জলে ডুবি
কেটে ক্ষণকাল
আঁধারে ঘুর্ণাবর্ত