শিশুবেলার মুখ আকাশে
জিজ্ঞেস করেছিলাম - তুমি কি সেই?
কিছু না বলে চলে যাওয়ায়
হাসি ছিল
কিছু ঝুমকো লতা বরণফুল
মাথা ভর্তি উড়ু উড়ু দুপুর


সেই সঞ্চয়ে কাটল কাল
দেখতে থাকা চঞ্চল হতে লাগল
আমাকে পেরিয়ে সে
বড় হওয়া শিখে নিল
বলল - তুমি এত স্বভাবী কেন?
অপার ডিঙিয়ে ঘোরো ফেরো।


সে সাথে নিল
আমি
আবার আমি হলাম
ভেতর মুখ সজাগ যন্ত্রণা
জেগে উঠল
বেলা বাড়তে থাকা
ছবি তুলে নিলাম নিজ হাতে
আঁকাবাঁকা সৌন্দর্যে
ভাসমান বয়স রত্ন পেল


আকৃতির বোধগম্যে
এক একটা সরায়
সাজিয়ে দিলাম নিকট
কিছু ফুল নৈবিদ্যে
মালায় সাজিয়ে তুমি রাজ্যে ঢলে পড়লাম


আমি পূর্ণগর্ভা মানুষ