যারা ভেসে বেড়ায়
তারাই কি আকাশ
মুখ থুবড়ে মাটিতে
সরল মেরুদণ্ডী
ভালবেসেছিল খিদে
ফসলের কণায় বিভক্তি
দ্বিধায় তার ছেদ
ভেসে চলে অনন্তে
কিছুটা তুমি চিহ্ন
আমিও গলিত দিক
পেয়ে সুধা আনন্দ
আকাশ ঘরের কোণায়