স্বভাব গ্রহে
আমাদের রোজ ঘোরাফেরা
সৌর অঙ্গীকার
ভুলে যাই নিজস্ব অবহেলায়


ছন্দ তাল তানে একই
প্রতিটি তাও
নকশাকাটা আলাদা
জানে শোনে দেখে ভাবে
পায়ে পায়ে এগিয়ে
এককে ঘুর্ণায়মান


কতদিনের যাত্রায়
ভেতরটা সেই ফাঁপা ফাঁকা
সঞ্চয়ের উগরানো আবর্জনায়
আলোর বর্ষ যাপন