ভাঙার পরেও অবয়ব থাকে
তাকে ডিঙিয়ে যে বার্তা
অন্য এক দিগন্ত লিপিবদ্ধ করে
আমরা সবাই তারই অংশীদার


সৃষ্টির স্বাভাবিক অযত্ন তুমি
হাতুড়ীর আঘাত সম্ভাবনায়
পাথর প্রতিকৃতি উন্মোচিত
আমি আমি ভাব ফুটে ওঠে
গায়ে গায়ে


কাটাকুটি জুড়ে যারা আগামী
রেখা টানতে বুকে লাগে
রোজ মাটিতে শেকড় ছড়ানো
ফুল সুবাসে ভরে ওঠে


আর একটু একত্র জড়িয়ে ধরে
আমাদের টুকরো জোড়া লাগে
তাই সিনি আর আমি
আবার যুগান্তর