হাত বদলের প্রতীক্ষায়
গোলাপ হৃদয়ের দিকে তাকিয়ে থাকে
তুমি আমি রাঙা ফুলে
একটু একটু বৃষ্টি জমা করে
পাহাড় দীর্ঘ ডিঙিয়ে যায়


অনেকের হাতে
মনের মিলে মাধুরী মেশানো
বাগান জুড়ে রোদের ছায়া
নতুন কোন প্রত্যাশায়
তার দিন কাটে রাত কাটে


বলেছিল দাঁড়িয়ে জিজ্ঞাসা আঁকবে
পাঁপড়িতে রেণুর প্রলেপ
বিষয় জুড়ে
আমাদের যুগ কীর্তন


কিছু একটার জন্য
অতিথি দাঁড়িয়ে
গোলাপ আমি আপ্যায়িত